ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ লক্ষ্যে সকাল ৮:০০ টায় জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে জাতির পিতা প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনপূবর্ক পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব শেখ রুবেল, ক্যাটালগার জনাব মোঃ নুরুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর জনাব ইউনুস আলী, বুকসর্টার জনাব মোঃ জিয়াউল করিমসহ অন্যান্য কর্মচারী এবং স্থানীয় পাঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন (কমান্ডার, ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ)। সকাল ৮:১৫ মিনিটে গ্রন্থাগারের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব শেখ রুবেল। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণগ্রন্থাগারের ক্যাটালগার জনাব নুরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দেশের উন্নয়নের স্বার্থে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অতঃপর বেলা ৯:৩০ মিনিটে লাইব্রেরিয়ানের নেতৃত্বে গণগ্রন্থাগারের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন কার্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্প স্তবক অর্পন শেষে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস