Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে।


শিরোনাম
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিস্তারিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে আলোর দিশারী হয়ে মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছিলেন। আবার একই দিনে পরলোক গমন করেন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং প্রিয় নবী (সাঃ) এঁর জীবনাদর্শ, কর্ম-শিক্ষা সম্পর্কে জানার প্রয়াস নিয়ে আজ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরী) জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি কর্তৃক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব শেখ রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মাওঃ মোঃ ইমদাদুল হক,খতিব দ্বিতীয় পৌরগোস্থান জামে মসজিদ, হাফেজ মাওঃ মোঃ ইমরান হোসাইন, পরিচালক, দারুল কুরআন নূরাণী ও হাফেজী মাদ্রাসা। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে গণগ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং পাঠকবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন- বিশ্বনবী (সাঃ) বিশ্ববাসীর মুক্তির জন্য রেখে গিয়েছেন তাঁর জীবনাদর্শ ও পবিত্র মহাগ্রন্থ “আল কুরআন”। বিশ্ববাসী যতদিন এ দুটি জিনিস আঁকড়ে ধরে রাখবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না। তাই মুসলিমদের এই দিনটি পালনের সাথে সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর জীবন আদর্শ ও পবিত্র গ্রন্থ “আল কুরআন” এ বর্ণিত পথেই চলা আবশ্যক।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/09/2024
আর্কাইভ তারিখ
31/08/2026