জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির কর্মপরিকল্পনা মাফিক এবং গ্রন্থাগার কার্যাবলীর নিয়মিত কাজের অংশ হিসেবে গত ১৪ জুলাই ২০২৪ খ্রিঃ রোজ- রবিবার, জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির লাইব্রেরিয়ান জনাব শেখ রুবেল ঝালকাঠি সদরস্থ ‘নারায়ণ মিস্ত্রী গ্রন্থাগার’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অত্র লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব নারায়ণ চন্দ্র হালদার এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির ক্যাটালগার জনার মোঃ নুরুল ইসলাম। এ সময় লাইব্রেরিয়ান নারায়ণ মিস্ত্রী গ্রন্থাগারের পরিবেশ, গ্রন্থাগার ও পাঠক সেবার মান, পাঠ্য সামগ্রী, পাঠচক্র, পাঠক বৃদ্ধিসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস