লাইব্রেরি উন্নয়ন, বর্তমান অবস্থাসহ লাইব্রেরির সার্বিক বিষয়ে ঝালকাঠিস্থ বেসরকারি লাইব্রেরির সাথে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির মতবিনিময় সভা আজ ২০ এপ্রিল, ২০২৪ রোজ- শনিবার, সকাল ১১:০০ টায় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির লাইব্রেরিয়ান ও দপ্তর প্রধান জনাব শেখ রুবেল মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠিস্থ বেসরকারি লাইব্রেরির প্রতিনিধিগণ। সভায় উপস্থিত বেসরকারি লাইব্রেরির প্রতিনিধিগণ পৃথকভাবে তাদের লাইব্রেরির বর্তমান অবস্থা, পাঠক উপস্থিতি, সেবাকার্যক্রম, সংগ্রহ, গ্রন্থাগারের অবকাঠামোগত দিক উন্নয়নে করণীয়, বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়া লাইব্রেরির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তারা সরকারি সহযোগিতা কামনা করে। সভাপতি তাঁর বক্তব্যে বেসরকারি লাইব্রেরির হালচাল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস