আজ ২৭ মার্চ ২০২৪ ‘‘ঐতিহাসিক ৭ই মার্চ”, ‘‘ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪” এবং “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসন ও জেলা সরকারি
গণগ্রন্থাগার, ঝালকাঠির যৌথ উদ্যোগে জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সাজিয়া আফরোজ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক, কালেক্টর বাহাদুর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম, পুলিশ সুপার, ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, পাঠকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃ্ন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব শিমুল সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির লাইব্রেরিয়ার ও দপ্তর প্রধান জনাব শেখ রুবেল বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা এবং জনসমাজে গণগ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয় মানব জীবনে বইয়ের গুরুত্ব তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রকৃত মেধাবী ও জ্ঞানী হতে হবে। এর জন্য তথ্য-প্রযুক্তির ইতিবাচক দিক কাজে লাগিয়ে প্রকৃত শিক্ষিত হতে হবে এবং অপসংস্কৃতি থেকে বিরত থাকতে হবে। বঙ্গবন্ধু ও মহান সঠিক স্বাধীনতার ইতিহাস জানতে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর জেলা প্রশাসক, কালেক্টর বাহাদুর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি জনাব ফারাহ্ গুল নিঝুম মহোদয় শিশুদের কাছে গিয়ে তাদের অনুভূতি শুনতে চান এবং গ্রন্থাগারে এসে বই পড়ার উৎসাহ প্রদান করেন। ক্ষণকালীন এই জীবনকে আলোকিত করে সামনে অগ্রসর হওয়ার জন্য শিক্ষার্থীদের তিনি অনুপ্রাণিত করেন। তিনি উপস্থিত অভিভাবকদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি, বেসরকারি গ্রন্থাগার পরিষদ জনাব মনোয়ার হোসেন মিয়া, প্রভাষক জনাব মোঃ মিরাজ হোসেন, ভ্রাম্যমান লাইব্রেরি কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম, শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান বুলবুল, অথৈ হালদার বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দ ‘‘ঐতিহাসিক ৭ই মার্চ”, ‘‘ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪” এবং “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪” উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।