শিরোনাম
‘‘বাংলা নববর্ষ-১৪৩১” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিস্তারিত
আজ ১২ জুন, ২০২৪ ‘‘বাংলা নববর্ষ-১৪৩১” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা সরকারি
গণগ্রন্থাগার, ঝালকাঠির উদ্যোগে জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতি ব্যক্তিত্ব ও সাবেক অধ্যাপক, জনাব জনাব কামরুন্নেসা আজাদ
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র কার্যালয়ের ক্যাটালগার জনাব মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির লাইব্রেরিয়ার ও দপ্তর প্রধান জনাব শেখ রুবেল বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে এনবিআর কর্মকর্তা মাহফুজ আলম বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দ ‘‘বাংলা নববর্ষ-১৪৩১” উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মাটির পুতুল, ঘর, নৌকা তৈরি, আল্পনা আঁকা এবং ঘুড়ি তৈরি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।