Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে।


সদস্যের ধরণ


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি

সদস্য ভিত্তিতে ফেরতযোগ্য জানামত
ক্রমিক সদস্যের ধরণ সদস্যের বয়সসীমা জামানতের পরিমাণ
০১.
শিশু সদস্য
অনুর্ধ্ব ১৬ বছরের ছেলে/মেয়ে।
২০০/-
০২. শিক্ষার্থী সদস্য
১৬ বছরের উর্ধ্ব এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
৫০০/-
০৩. সাধারণ সদস্য
শিক্ষার্থী ব্যতীত ১৮ বছরের উর্ধ্বে সর্বসধারণ।
১,০০০/
১. আবেদনপত্র সংগ্রহ করতে হবে যার মূল্য ১০/- (দশ) টাকা।
২. ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১ (এক) কপি স্টাম সাইজের ছবি জমা দিতে হবে। 
৩. নির্ধারিত ক্যাটাগরিতে জামানত জমা প্রদান। 
৪. সদস্য কার্ডের মেয়াদ ১ (এক) বছর।
৫. সদস্য কার্ডের মেয়াদ শেষে ৫০/- (পঞ্চাশ) টাকা দিয়ে সদস্য কার্ড নবায়ন করতে হবে।




ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi

ই-মেইল : jhalokathidgpl@gmail.com

ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫