Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। ** সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে। ** জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞান-মনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঝালকাঠি জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশা পূরণে বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করছে। 

আমাদের অর্জনসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

গণগ্রন্থাগার অধিদপ্তর

জেলা সরকারি গণগ্রন্থাগার

ঝালকাঠি।

www.publiclibrary.jhalakathi.gov.bd

জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর অর্জনসমূহ
বিগত বছরগুলোতে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত, জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানের লক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি নানামুখী কাজ পরিচালনা করছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির অর্জনসমূহ নিম্নরূপ:
ক্রমিক অর্জনসমূহ বিবরণ
১.
ভবন সম্প্রসারণ
২০০০ সাল থেকে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির এক একর জায়গায় নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে গণগ্রন্থাগার ভবন বহুতল ভবনে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
২.
পাঠ সামগ্রী সংগ্রহ
গণগ্রন্থাগারের বর্তমান সংগ্রহের সংখ্যা ৪২,৫৪৭টি পুস্তক। ২০২২-২৩ অর্থ বছরেও ১,২১৫টি পুস্তক নতুন অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতি বছর গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক পুস্তক সংগ্রহের জন্য নির্দিষ্ট বরাদ্ধ রয়েছে।
৩.
পাঠক উপস্থিতি
গণগ্রন্থাগারের পাঠক উপস্থিতি বেশ সন্তোষজনক। সব বয়স-ধর্ম-পেশা-শ্রেণির পাঠকেরা তাদের উপযোগী প্রয়োজনীয় পুস্তক, পত্রিকা, ইন্টারনেট গবেষণা কাজে গণগ্রন্থাগার ব্যবহার করে থাকে। প্রতিদিন প্রায় ১০০-১৫০ জন পাঠক সেবা পেতে অত্র দপ্তরে আসে।
৪.
শিশু কর্ণার
শিশু চাহিদার কথা বিবেচনা করে শিশু-কিশোর উপযোগী পুস্তক, আসবাবপত্র ও খেলনা সামগ্রী নিয়ে রয়েছে একটি সমৃদ্ধ শিশু কর্ণার।
৫.
জবস্ কর্ণার
চাকুরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সহায়ক পুস্তক নিয়ে রয়েছে জবস্ কর্ণার।
৬.
মুক্তিযুদ্ধ কর্ণার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক নিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ কর্ণার।
৭.
মহিলা কর্ণার
মহিলাদের পুস্তক পাঠের জন্য রয়েছে আলাদা মহিলা কর্ণার।
৮.
জাতীয় দিবসভিত্তিক প্রতিযোগিতা
৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস", ২১ ফেব্রুয়ারি "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস", ২৬ মার্চ "মহান স্বাধীনতা দিবস", ১৭ মার্চ "বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস", ১৪ এপ্রিল "বাংলা নববর্ষ দিবস", ২৫ মে "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস", ১৮ অক্টোবর "শেখ রাসেল দিবস" ও ১৬ ডিসেম্বর "মহান বিজয় দিবস" উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, হাতের লেখা, বইপাঠ, কুইজ, পাঠচক্র ও উপস্থিত ছড়া লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দিবসভিত্তিক পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সমস্ত প্রতিযোগিতা বাঙালী ও বাংলাদেশের সাথে সম্পর্কিত দিবসের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে তুলে ধরে। যা ভবিষ্যৎ প্রজন্মকে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে এই প্রতিযোগিতার বিষয়বস্তু দারুণভাবে উদ্ভুদ্ধ করে।
৯.
বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশন
ঝালকাঠি জেলার বেসরকারি গ্রন্থাগারসমূহ পর্যবেক্ষণ ও রেজিস্ট্রেনের মাধ্যমে জেলার গ্রন্থাগার সেবা ও কার্যক্রম বৃদ্ধির জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি কাজ করছে। বেসরকারি গ্রন্থাগার সমূহকে কৌশলগত, কারিগরি সহযোগিতাও প্রদান করা হয়ে থাকে।
১০.
তথ্য অধিকার ও ICT ব্যবহার
তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সর্বসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করতে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১১.
অন্যান্য কার্যক্রম
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির উদ্যোগে স্বাস্থ্য সচেতনা, সামাজিক সচেতনা বৃদ্ধির লক্ষে বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের পড়ার অভ্যাস তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে জেলা সরকারি গণগ্রন্থার, ঝালকাঠি।


 



ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi

ই-মেইল : jhalokathidgpl@gmail.com

ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫