গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
জেলা সরকারি গণগ্রন্থাগার
ঝালকাঠি।
www.publiclibrary.jhalakathi.gov.bd
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর অর্জনসমূহ | ||
বিগত বছরগুলোতে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত, জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানের লক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি নানামুখী কাজ পরিচালনা করছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির অর্জনসমূহ নিম্নরূপ:
|
||
ক্রমিক | অর্জনসমূহ | বিবরণ |
১. |
ভবন সম্প্রসারণ |
২০০০ সাল থেকে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির এক একর জায়গায় নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে গণগ্রন্থাগার ভবন বহুতল ভবনে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। |
২. |
পাঠ সামগ্রী সংগ্রহ |
গণগ্রন্থাগারের বর্তমান সংগ্রহের সংখ্যা ৪২,৫৪৭টি পুস্তক। ২০২২-২৩ অর্থ বছরেও ১,২১৫টি পুস্তক নতুন অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতি বছর গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক পুস্তক সংগ্রহের জন্য নির্দিষ্ট বরাদ্ধ রয়েছে। |
৩. |
পাঠক উপস্থিতি |
গণগ্রন্থাগারের পাঠক উপস্থিতি বেশ সন্তোষজনক। সব বয়স-ধর্ম-পেশা-শ্রেণির পাঠকেরা তাদের উপযোগী প্রয়োজনীয় পুস্তক, পত্রিকা, ইন্টারনেট গবেষণা কাজে গণগ্রন্থাগার ব্যবহার করে থাকে। প্রতিদিন প্রায় ১০০-১৫০ জন পাঠক সেবা পেতে অত্র দপ্তরে আসে। |
৪. |
শিশু কর্ণার |
শিশু চাহিদার কথা বিবেচনা করে শিশু-কিশোর উপযোগী পুস্তক, আসবাবপত্র ও খেলনা সামগ্রী নিয়ে রয়েছে একটি সমৃদ্ধ শিশু কর্ণার। |
৫. |
জবস্ কর্ণার |
চাকুরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সহায়ক পুস্তক নিয়ে রয়েছে জবস্ কর্ণার। |
৬. |
মুক্তিযুদ্ধ কর্ণার |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক নিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ কর্ণার। |
৭.
|
মহিলা কর্ণার
|
মহিলাদের পুস্তক পাঠের জন্য রয়েছে আলাদা মহিলা কর্ণার।
|
৮.
|
জাতীয় দিবসভিত্তিক প্রতিযোগিতা
|
৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস", ২১ ফেব্রুয়ারি "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস", ২৬ মার্চ "মহান স্বাধীনতা দিবস", ১৭ মার্চ "বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস", ১৪ এপ্রিল "বাংলা নববর্ষ দিবস", ২৫ মে "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস", ১৮ অক্টোবর "শেখ রাসেল দিবস" ও ১৬ ডিসেম্বর "মহান বিজয় দিবস" উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, হাতের লেখা, বইপাঠ, কুইজ, পাঠচক্র ও উপস্থিত ছড়া লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দিবসভিত্তিক পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সমস্ত প্রতিযোগিতা বাঙালী ও বাংলাদেশের সাথে সম্পর্কিত দিবসের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে তুলে ধরে। যা ভবিষ্যৎ প্রজন্মকে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে এই প্রতিযোগিতার বিষয়বস্তু দারুণভাবে উদ্ভুদ্ধ করে।
|
৯.
|
বেসরকারি গ্রন্থাগার রেজিস্ট্রেশন
|
ঝালকাঠি জেলার বেসরকারি গ্রন্থাগারসমূহ পর্যবেক্ষণ ও রেজিস্ট্রেনের মাধ্যমে জেলার গ্রন্থাগার সেবা ও কার্যক্রম বৃদ্ধির জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি কাজ করছে। বেসরকারি গ্রন্থাগার সমূহকে কৌশলগত, কারিগরি সহযোগিতাও প্রদান করা হয়ে থাকে।
|
১০.
|
তথ্য অধিকার ও ICT ব্যবহার
|
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সর্বসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করতে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
|
১১.
|
অন্যান্য কার্যক্রম
|
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির উদ্যোগে স্বাস্থ্য সচেতনা, সামাজিক সচেতনা বৃদ্ধির লক্ষে বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের পড়ার অভ্যাস তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে জেলা সরকারি গণগ্রন্থার, ঝালকাঠি।
|
ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi
ই-মেইল : jhalokathidgpl@gmail.com
ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস