Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে। ফোন (অফিস): ০২-৪৭৯৯৩৪১১৫, মোবাইল (অফিস): ০১৩৩২-৮৪৫৭৭৫, ই-মেইল: jhalokathidgpl@gmail.com.  জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি জ্ঞান-মনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঝালকাঠি জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশা পূরণে বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করছে।


ভবিষ্যত পরিকল্পনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

গণগ্রন্থাগার অধিদপ্তর

জেলা সরকারি গণগ্রন্থাগার

ঝালকাঠি।

www.publiclibrary.jhalakathi.gov.bd

ভবিষ্যত পরিকল্পনা
জ্ঞানভিত্তিক ও বিজ্ঞান সম্মত আধুনিক সমাজ বিনির্মানের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে ভূমিকা রাখতে চায়। সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে গ্রন্থাগার হতে হবে স্বয়ংসম্পূর্ণ। সে চাহিদা পূরণ করতেই বেশ কিছু ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি।
ক্রমিক পরিকল্পনাসমূহ বিবরণ
১.
ভবন সম্প্রসারণ
সময় ও পাঠকের চাহিদা মেটাতে একতলা গণগ্রন্থাগার ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ প্রয়োজন। তিন তলা ভবনের নির্মাণের লক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রকল্প হাতে নিয়েছে। এটি সম্ভব হলে স্বয়ংসম্পূর্ন ইনডোর গেমস সেন্টার, ICT সেন্টার, শিশুদের জন্য ও পত্রিকা এবং সাময়িকীর জন্য আলাদা আলাদা পাঠকক্ষ করা সম্ভব হবে। এছাড়াও একটি আধুনিক মিলনায়তন করার পরিকল্পনাও রয়েছে।
২.
ডিজিটাল লাইব্রেরি
গণগ্রন্থাগারকে স্বয়ক্রিয় করণের মাধ্যমে ডিজিটাল গ্রন্থাগারে পরিণত করার পরিকল্পনা রয়েছে। গ্রন্থাগারের সামগ্রিক কার্যক্রম একটি “অটোমেশন সফটওয়্যারের” মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়াও আন্তর্জাতিক কনসোটিয়ামের সাথে যুক্ত হয়ে লক্ষ লক্ষ জার্নাল ও বইয়ের সংগ্রহে গ্রন্থাগারের যুক্ত হবার পরিকল্পনা রয়েছে।
৩.
ICT ব্যবহার
কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিনসহ একটি স্বয়ংসম্পূর্ণ  ICT কর্ণার করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থাসহ গণগ্রন্থাগারের সার্বিক পরিবেশের উন্নয়ন করার প্রকল্প খুব শীগ্রই হাতে নেয়া হবে।
৪.
নতুন নতুন প্রতিযোগিতা
জেলার শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার মানোনড়বয়ন ও শিক্ষার্থীদের সাথে সুস্থ প্রতিযোগীতার পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক, কুইজ প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা ভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা আয়োজন সম্ভব হলে ঝালকাঠি জেলার শিক্ষার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের সাথে আগ্রহের সৃষ্টি হবে। এছাড়াও চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার/ওয়ার্কশপ এর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
৫.
শিশু কর্নার আধুনিকায়ন
বিদ্যমান শিশু কর্ণারটি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। সেখানে কম্পিউটার, ট্যাবলেট ও পাজল গেমস ও শিশু উপযোগী আধুনিকসব পাঠ্য সামগ্রী থাকবে।
৬.
গণগ্রন্থাগার ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন
ফুলের বাগান, বসার ব্যবস্থাসহ গ্রন্থাগার ক্যাম্পাসের সার্বজনীন গ্রহনযোগ্যতা বৃদ্ধির জন্য পরিকল্পনা রয়েছে। শুধু বইপড়া নয়, নির্মল সময় কাটানোর জন্যও গণগ্রন্থাগার হতে পারে আদর্শ জায়গা।


 



ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi

ই-মেইল : jhalokathidgpl@gmail.com

ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫