গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
জেলা সরকারি গণগ্রন্থাগার
ঝালকাঠি।
www.publiclibrary.jhalakathi.gov.bd
ভবিষ্যত পরিকল্পনা | ||
জ্ঞানভিত্তিক ও বিজ্ঞান সম্মত আধুনিক সমাজ বিনির্মানের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে ভূমিকা রাখতে চায়। সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে গ্রন্থাগার হতে হবে স্বয়ংসম্পূর্ণ। সে চাহিদা পূরণ করতেই বেশ কিছু ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি।
|
||
ক্রমিক | পরিকল্পনাসমূহ | বিবরণ |
১. |
ভবন সম্প্রসারণ |
সময় ও পাঠকের চাহিদা মেটাতে একতলা গণগ্রন্থাগার ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ প্রয়োজন। তিন তলা ভবনের নির্মাণের লক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রকল্প হাতে নিয়েছে। এটি সম্ভব হলে স্বয়ংসম্পূর্ন ইনডোর গেমস সেন্টার, ICT সেন্টার, শিশুদের জন্য ও পত্রিকা এবং সাময়িকীর জন্য আলাদা আলাদা পাঠকক্ষ করা সম্ভব হবে। এছাড়াও একটি আধুনিক মিলনায়তন করার পরিকল্পনাও রয়েছে। |
২. |
ডিজিটাল লাইব্রেরি |
গণগ্রন্থাগারকে স্বয়ক্রিয় করণের মাধ্যমে ডিজিটাল গ্রন্থাগারে পরিণত করার পরিকল্পনা রয়েছে। গ্রন্থাগারের সামগ্রিক কার্যক্রম একটি “অটোমেশন সফটওয়্যারের” মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়াও আন্তর্জাতিক কনসোটিয়ামের সাথে যুক্ত হয়ে লক্ষ লক্ষ জার্নাল ও বইয়ের সংগ্রহে গ্রন্থাগারের যুক্ত হবার পরিকল্পনা রয়েছে। |
৩. |
ICT ব্যবহার |
কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিনসহ একটি স্বয়ংসম্পূর্ণ ICT কর্ণার করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থাসহ গণগ্রন্থাগারের সার্বিক পরিবেশের উন্নয়ন করার প্রকল্প খুব শীগ্রই হাতে নেয়া হবে। |
৪. |
নতুন নতুন প্রতিযোগিতা |
জেলার শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার মানোনড়বয়ন ও শিক্ষার্থীদের সাথে সুস্থ প্রতিযোগীতার পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক, কুইজ প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা ভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা আয়োজন সম্ভব হলে ঝালকাঠি জেলার শিক্ষার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের সাথে আগ্রহের সৃষ্টি হবে। এছাড়াও চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার/ওয়ার্কশপ এর আয়োজনের পরিকল্পনা রয়েছে। |
৫. |
শিশু কর্নার আধুনিকায়ন |
বিদ্যমান শিশু কর্ণারটি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। সেখানে কম্পিউটার, ট্যাবলেট ও পাজল গেমস ও শিশু উপযোগী আধুনিকসব পাঠ্য সামগ্রী থাকবে। |
৬. |
গণগ্রন্থাগার ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন |
ফুলের বাগান, বসার ব্যবস্থাসহ গ্রন্থাগার ক্যাম্পাসের সার্বজনীন গ্রহনযোগ্যতা বৃদ্ধির জন্য পরিকল্পনা রয়েছে। শুধু বইপড়া নয়, নির্মল সময় কাটানোর জন্যও গণগ্রন্থাগার হতে পারে আদর্শ জায়গা। |
ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi
ই-মেইল : jhalokathidgpl@gmail.com
ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস