গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
জেলা সরকারি গণগ্রন্থাগার
ঝালকাঠি।
www.publiclibrary.jhalakathi.gov.bd
সাম্প্রতিক কর্মকান্ড |
||
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে অদ্ভুতপূর্ব উন্নতি সাধন করেছে। নিয়মিত সেবা দানের পাশাপাশি এই দপ্তর বিভিন্ন সরকারি কাজে সরাসরি অংশগ্রহণ করে ঝালকঠি তথা এ এলাকার শিক্ষা বিস্তারে ও শিক্ষিত জ্ঞানসম্পন্ন মানব সম্পদ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
|
||
সাম্প্রতিক সময়ে আমাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ডসমূহ
|
||
ক্রমিক | সম্প্রতি কর্মকাণ্ডসমূহ | বিবরণ |
১. |
পাঠ্য সামগ্রী বৃদ্ধি |
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠিতে পাঠ্য সামগ্রীসহ সামগ্রিক সম্পদ প্রতিবছর প্রতিনিয়ত সংযোজন হচ্ছে। ২০২২-২০২৩ অর্থ বছরে ১২১৫টি পাঠ্য সামগ্রী অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও সৌজন্যও উপহার হিসাবে প্রাপ্ত প্রচুর পাঠ্য সামগ্রী গ্রন্থাগারের পাঠকদের জন্য উন্মুক্ত থাকছে। |
২. |
বিভিন্ন কর্ণার চালু |
ভিন্ন ভিন্ন পাঠক শ্রেণীর সুবিধার্থে বিভিন্ন বিষয়ে গ্রন্থাগারে ৪টি কর্ণার স্থাপিত আছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থসামগ্রী নিয়ে রয়েছে “বঙ্গবন্ধু কর্ণার”, শিশু ও কিশোরদের উপযোগী পাঠ্য সামগ্রী নিয়ে রয়েছে “শিশু কর্ণার”। চাকুরী ও প্রতিযোগীতামূলক পরীক্ষা সহায়ক পুস্তক নিয়ে “জবস্ কর্ণার”। মহিলাদের জন্য রয়েছে “মহিলা কর্ণার”। |
৩. |
অনুষ্ঠান আয়োজন |
দিবসভিত্তিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার” দিবস আয়োজন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি কলেজ ও ঝালকাঠি মহিলা কলেজ এর ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপ পর্ব থেকে ৩-৫ জন বিজয়ীকে পুরস্কার করা দেয়া হয়। এছাড়াও বিচারক, সুধী ও গুনীজনরা গ্রন্থাগার দিবসের আলোচনায় অংশগ্রহন করেন। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ‘অভিভাবক সচেতনতা’ সভা ও বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বিগত সময়ে। |
৪. |
ICT ও ওয়েব পোর্টাল |
ইন্টারনেট, ট্যাবলেট ও কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে পাঠকরা বিনামূল্যে সেবা নিতে পারছে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা ও সংযুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে। জাতীয় ওয়েব পোর্টালে সম্প্রতি সংযুক্ত হয়েছে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি। দপ্তরের কার্যক্রম, সেবাসহ সামগ্রিক বিষয় সম্পর্কে জানা যাবে www.publiclibrary.jhalakathi.gov.bd ঠিকানায়। এছাড়া অত্র দপ্তরের ই-মেইল, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেবাসমূহ জনগণের কাছে পৌছে দিচ্ছে। |
৫. | লাইটিং নামফলক স্থাপন |
গণগ্রন্থাগারের সৌন্দর্য বৃদ্ধি ও বর্তমান সময় উপযোগী দৃষ্টিনন্দন লাইটিং নামফলক স্থাপন করা হয়েছে। যা পাঠকসহ সকলের কাছে পছন্দনীয়।
|
৬.
|
নিরাপদ পানির ফিল্টার স্থাপন |
গণগ্রন্থাগারের পাঠকসহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ পানির সুবিধা নিশ্চিতকরণের জন্য নিরাপদ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
|
৭. |
পাঠক ও সদস্য |
সাম্প্রতিক সময় গুলোতে পাঠক ও সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক প্রচার ও গ্রন্থাগারের সুনাম ও ক্ষেত্র বিশেষ ভূমিকা রাখছে। সদস্য সংখ্যা বৃদ্ধিতে ছাত্র-ছাত্রীদৈর উৎসাহিত করা হচ্ছে। পাঠকদের সুবিধার্থে শনিবার হইতে বুধবার সকাল ৯.০০ টা হইতে সন্ধ্যা ৪.০০ টা পর্যন্ত গ্রন্থাগার খোলা আছে। |
ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi
ই-মেইল : jhalokathidgpl@gmail.com
ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস