Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। ** সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে। ** জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞান-মনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঝালকাঠি জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশা পূরণে বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করছে। 

সাম্প্রতিক কর্মকান্ড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

গণগ্রন্থাগার অধিদপ্তর

জেলা সরকারি গণগ্রন্থাগার

ঝালকাঠি।

www.publiclibrary.jhalakathi.gov.bd

সাম্প্রতিক কর্মকান্ড

জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে অদ্ভুতপূর্ব উন্নতি সাধন করেছে। নিয়মিত সেবা দানের পাশাপাশি এই দপ্তর বিভিন্ন সরকারি কাজে সরাসরি অংশগ্রহণ করে ঝালকঠি তথা এ এলাকার শিক্ষা বিস্তারে ও শিক্ষিত জ্ঞানসম্পন্ন মানব সম্পদ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক সময়ে আমাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ডসমূহ
ক্রমিক সম্প্রতি কর্মকাণ্ডসমূহ বিবরণ
১.
পাঠ্য সামগ্রী বৃদ্ধি 
জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠিতে পাঠ্য সামগ্রীসহ সামগ্রিক সম্পদ প্রতিবছর প্রতিনিয়ত সংযোজন হচ্ছে। ২০২২-২০২৩ অর্থ বছরে ১২১৫টি পাঠ্য সামগ্রী অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও সৌজন্যও উপহার হিসাবে প্রাপ্ত প্রচুর পাঠ্য সামগ্রী গ্রন্থাগারের পাঠকদের জন্য উন্মুক্ত থাকছে।
২.
বিভিন্ন কর্ণার চালু
ভিন্ন ভিন্ন পাঠক শ্রেণীর সুবিধার্থে বিভিন্ন বিষয়ে গ্রন্থাগারে ৪টি কর্ণার স্থাপিত আছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থসামগ্রী নিয়ে রয়েছে “বঙ্গবন্ধু কর্ণার”, শিশু ও কিশোরদের উপযোগী পাঠ্য সামগ্রী নিয়ে রয়েছে “শিশু কর্ণার”। চাকুরী ও প্রতিযোগীতামূলক পরীক্ষা সহায়ক পুস্তক নিয়ে “জবস্ কর্ণার”। মহিলাদের জন্য রয়েছে “মহিলা কর্ণার”
৩.
   অনুষ্ঠান আয়োজন
দিবসভিত্তিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার” দিবস আয়োজন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি কলেজ ও ঝালকাঠি মহিলা কলেজ এর ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপ পর্ব থেকে ৩-৫ জন বিজয়ীকে পুরস্কার করা দেয়া হয়। এছাড়াও বিচারক, সুধী ও গুনীজনরা গ্রন্থাগার দিবসের আলোচনায় অংশগ্রহন করেন। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ‘অভিভাবক সচেতনতা’ সভা ও বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বিগত সময়ে।
৪.
ICT ও ওয়েব পোর্টাল
ইন্টারনেট, ট্যাবলেট ও কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে পাঠকরা বিনামূল্যে সেবা নিতে পারছে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা ও সংযুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে। জাতীয় ওয়েব পোর্টালে সম্প্রতি সংযুক্ত হয়েছে জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি। দপ্তরের কার্যক্রম, সেবাসহ সামগ্রিক বিষয় সম্পর্কে জানা যাবে www.publiclibrary.jhalakathi.gov.bd ঠিকানায়। এছাড়া অত্র দপ্তরের ই-মেইল, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেবাসমূহ জনগণের কাছে পৌছে দিচ্ছে।
৫. লাইটিং নামফলক স্থাপন
গণগ্রন্থাগারের সৌন্দর্য  বৃদ্ধি ও বর্তমান সময় উপযোগী দৃষ্টিনন্দন লাইটিং নামফলক স্থাপন করা হয়েছে। যা পাঠকসহ সকলের কাছে পছন্দনীয়।
৬.
নিরাপদ পানির ফিল্টার স্থাপন
গণগ্রন্থাগারের পাঠকসহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ পানির সুবিধা নিশ্চিতকরণের জন্য নিরাপদ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। 
৭.
পাঠক ও সদস্য
সাম্প্রতিক সময় গুলোতে পাঠক ও সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক প্রচার ও গ্রন্থাগারের সুনাম ও ক্ষেত্র বিশেষ ভূমিকা রাখছে। সদস্য সংখ্যা বৃদ্ধিতে ছাত্র-ছাত্রীদৈর উৎসাহিত করা হচ্ছে। পাঠকদের সুবিধার্থে শনিবার হইতে বুধবার সকাল ৯.০০ টা হইতে সন্ধ্যা ৪.০০ টা পর্যন্ত গ্রন্থাগার খোলা আছে।


 



ফেসবুক : https://www.facebook.com/DGPL, Jhalokathi

ই-মেইল : jhalokathidgpl@gmail.com

ফোন : ০২-৪৭৯৯৩৪১১৫