Wellcome to National Portal
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠি-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে।


Title
Discussion meeting and book exhibition held on the occasion of 'World Book Day 2024' at District Government Public Library, Jhalkathi
Details

'READ YOUR WAY' প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব বই দিবস”। তারই অংশ হিসেবে আজ ২৩ এপ্রিল ২০২৪, রোজ- মঙ্গলবার জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠিতে ‘বিশ্ব বই দিবস ২০২৪’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুস্তক প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, ঝালকাঠির লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) জনাব শেখ রুবেল মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড. কামরুননেছা আজাদ, সাবেক অধ্যাপক, রাজাপুর সরকারি কলেজ, জনাব মোঃ নুরুল ইসলাম, জনাব ইউনুস আলী, জনাব মোঃ মাহফুজুর রহমানসহ অন্যান্য পাঠক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় উপস্থিত আলোচকবৃন্দ সকলেই বই পড়ার তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়া গণগ্রন্থাগার কার্যালয়ে দিনব্যাপী পুস্তক প্রর্দশনীর আয়োজন করা হয় ।

Image
Attachments
Publish Date
23/04/2024
Archieve Date
30/04/2025